প্রযুক্তি সম্পর্কিত

অক্ষর গুলা পড়তে সমস্যা হলে , ZOOM করে দেখতে পারেন । ZOOM করতে আপনার কিবোর্ডের CTRL এবং + বাটন ব্যাবহার করতে পারেন । — ধন্যবাদ…

Buy latest sunglass.

Posted by technewsbd চালু করুন 01/16/2011

Didn’t you get your sunglass which you want?  Do you suffering from frustration that you won’t get it?  No problem. Your solution is here. You need a little time to get it. Just go to this site and buy your sunglass which you are looking. There are thousand of latest sunglasses for you. For New Year sale 50% off is going on. So, come first and get yours one.

Buy Sunglasses

Posted in Latest products | Tagged: , , , , | Leave a Comment »

ব্লগ লিখে আয় করুন।

Posted by oveislam চালু করুন 01/08/2011

ইন্টারনেট থেকে আয়-রোজগারের বিষয়টি এখন বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ইন্টারনেটে বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে যে কেউ ঘরে বসেই অর্থ আয় করতে পারেন। এ সুবিধা দিতে ইন্টারনেটে রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ওয়েবসাইট। এগুলোর একেকটির কাজ একেক রকম। তবে ইন্টারনেটে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহারকারীকে ব্লগিংয়ের মাধ্যমে আয় করার প্রতি ঝুঁকে থাকতে দেখা যায়। সাধারণত ব্লগাররা কোনো বিষয়ের ওপর আলাদা একটি ব্লগ খুলে সেখানে ব্লগিং করে থাকেন এবং ব্লগে বিভিন্ন বিজ্ঞাপন যেমন অ্যাডসেন্স অ্যাডব্রাইট ইত্যাদি ব্যবহার করে আয় করে থাকেন। তবে সবার জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠান থেকে ভালো আয় করা সম্ভব হয় না। অনেকে খুব ভালো লিখেও তেমন একটা আয় করতে পারেন না। অন্যদিকে কেউ কেউ তেমন কিছু না লিখে ব্লগকে জমিয়ে তুলে দু’হাতে আয় করতে থাকেন। তবে যারা ভালো লিখতে পারেন (ইংরেজিতে), তাদের জন্য অ্যাডসেন্স জাতীয় প্রতিষ্ঠানের চেয়ে অল্প পরিশ্রমে ভালো আয় করার সুযোগ রয়েছে ইন্টারনেটে।
ইন্টারনেটে গড়ে উঠেছে সৃজনশীল লেখক বা ব্লগারদের জন্য এক মার্কেট প্লেস যার মাধ্যমে আপনি আপনার প্রতিটি পোস্ট বা আর্টিকেলের জন্য নির্ধারিত পরিমাণ মূল্য তথা দাম পাবেন। এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা আপনার নিজের ব্লগে নির্দিষ্ট কোনো বিষয়ে বা তৃতীয় কোনো প্রতিষ্ঠান সম্পর্কে রিভিউমূলক পোস্ট লেখার বিনিময়ে আপনাকে তার মূল্য পরিশোধ করে থাকে। এসব প্রতিষ্ঠানের কেউ কেউ আবার মোট মূল্যের ওপর শতকরা হারও নিজেরা রেখে দেয়। আসুন জেনে আসি তেমন কিছু প্রতিষ্ঠানের কথা, যারা আপনার নিজের ব্লগে পোস্ট করার বিনিময়ে অর্থ প্রদান করে থাকে।
কিন্তু কীভাবে?

এসব নিয়ে বিস্তারিত—-

পে-পার-পোস্ট
http://payperpost.com
পে-পার-পোস্টেও রয়েছে প্রচুর বিজ্ঞাপনদাতা বা অ্যাডভার্টাইজার, যারা নিজেদের পণ্য সম্পর্কে রিভিউ লেখার জন্য ব্লগারদের অপেক্ষায় থাকে। পে-পার-পোস্ট সর্বাধিক ব্যবহারকারীসমৃদ্ধ ও সর্বাধিক জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এটির ব্যাপক জনপ্রিয়তা অর্জনের অন্যতম কারণ—তারা ব্লগারের আয়ের কোনো শতকরা হার নেয় না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে পে-পার-পোস্টে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার ব্লগ অনুমোদন করার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে আপনার ব্লগ অবশ্যই ন্যূনতম এক মাস পুরনো হতে হবে এবং অন্ততপক্ষে দশটি পোস্ট প্রকাশিত থাকতে হবে। আপনার পোস্ট প্রকাশ করার পর তাদের সেটা অনুমোদনের জন্য জানাতে হবে। পোস্ট অনুমোদিত হওয়ার ত্রিশ দিন পর আপনি পে-পালের মাধ্যমে টাকা পাবেন যা মার্কিন ডলারের হিসাবে হবে। উদাহরণস্বরূপ, প্রথম পোস্ট হিসেবে আপনাকে পে-পার-পোস্ট নিয়েই একটি রিভিউ লিখতে হবে। সেটা অনুমোদিত হলে আপনাকে ২০ ডলার দেয়া হবে তার মূল্যস্বরূপ।

সোশ্যাল স্পার্ক
http://socialspark.com
সোশ্যাল স্পার্ক একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান। এটি মূলত পে-পার-পোস্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান আইজিয়া’র তৈরি। এটিকে মূলত সোশ্যাল মিডিয়া হিসেবে তৈরি করা হয়েছে। এখানে আপনি একটি অ্যাকাউন্ট খুলে আপনার ব্লগকে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবেন এবং রিভিউ লেখার প্রেক্ষিতে অর্থ উপার্জন করতে পারবেন। ব্লগ অনুমোদিত করার জন্য আপনার ব্লগটি ন্যূনতম তিন মাসের পুরনো হতে হবে। সোশ্যাল স্পার্ক পে-পালের মাধ্যমে মূল্য পরিশোধ করে থাকে। এছাড়া অন্যান্য নিয়মাবলি পে-পার-পোস্টের মতোই।

রিভিউ মি
http://reviewme.com
রিভিউ মি ইন্টারনেট জগতে আরেকটি বিখ্যাত নাম, যারা প্রতিটি আর্টিকেল বা পোস্টের বিনিময়ে ন্যূনতম ৪০ ডলার দিয়ে থাকে। অবশ্য তারা মোট মূল্যের ৫০ শতাংশ নিয়ে নেয়। অর্থাত্ প্রতিটি পোস্টের বিনিময়ে আপনার সর্বনিম্ন আয় হতে পারে ২০ ডলার। তবে রিভিউ মি নেটওয়ার্কে আপনার ব্লগ অনুমোদন করাতে চাইলে আপনার ব্লগ অবশ্যই গুগল পেজ র্যাঙ্কে ৪ হতে হবে এবং প্রতিদিন প্রায় ১ হাজার হিট বা ভিজিটর থাকতে হবে। জনপ্রিয় ও অধিক ভিজিটরসমৃদ্ধ ব্লগগুলোর জন্য সেরা একটি প্রতিষ্ঠান হতে পারে রিভিউ মি।

লাউড লঞ্চ
http://loudlaunch.com
লাউড লঞ্চ হচ্ছে পে-পার-পোস্টের মতো আরেকটি প্রতিষ্ঠান যারা প্রতিটি পোস্টের বিনিময়ে অর্থ দিয়ে থাকে। লাউড লঞ্চ ব্লগ অনুমোদন করতে বেশ সময় নেয় যদিও এদের পোস্ট অনুমোদন করার পর মূল্য পরিশোধ করা হয় খুব দ্রুত এবং পে-পালের মাধ্যমে। লাউড লঞ্চে ব্লগ যুক্ত করার জন্য আপনার ব্লগ অবশ্যই ন্যূনতম দু’মাস পুরনো হতে হবে।

স্পন্সরড রিভিউ
http://sponsoredreviews.com
স্পন্সরড রিভিউ পে-পার-পোস্টের মতোই আরেকটি বিখ্যাত ও বিশাল ইন্টারনেট মানি-ব্লগিং মার্কেট প্লেস। তবে এই নেটওয়ার্কে আপনাকে বিজ্ঞাপনদাতাদের বা যাদের পণ্য সম্পর্কে রিভিউ লিখতে হবে তাদের খুঁজে নিতে হবে এবং সংশ্লিষ্ট পোস্টটির জন্য আপনাকে দাম বিড করতে হবে। বিজ্ঞাপনদাতা আপনার বিড করা দাম দেখবে এবং প্রয়োজনে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। একইভাবে বিজ্ঞাপনদাতাও আপনাকে দিয়ে রিভিউ লেখানোর জন্য বিড করতে পারে এবং আপনি প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। এমনটি হয়ে থাকে যদি আপনার লেখা সৃজনশীল, তথ্যমূলক, গোছানো ও সুন্দর ব্যাখ্যাপূর্ণ হয়। স্পন্সরড রিভিউ আপনার উপার্জিত অর্থের (প্রতিটি পোস্টে প্রাপ্ত মূল্য থেকে) শতকরা ৩৫ শতাংশ কমিশন হিসেবে নিয়ে থাকে। এছাড়া তাদের মূল্য পরিশোধ পদ্ধতিও পে-পালের মাধ্যমে এবং তারা যেসব ব্লগ অনুমোদন করে সেগুলো ন্যূনতম তিন মাস পুরনো হতে হয় এবং মেজর সার্চ ইঞ্জিনগুলোর আওতাভুক্ত হতে হয়।
ওপরের প্রতিষ্ঠানগুলো ছাড়াও আরও বেশকিছু ওয়েবসাইট আছে যারা এ জাতীয় সেবা দিয়ে থাকে। লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনার ব্লগের প্রতিটি পোস্টের জন্য এসব কোম্পানি টাকা দিয়ে থাকে না। বরং কোম্পানির ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্যের ভিত্তিতে পোস্ট লিখতে হয়। পরে সংশ্লিষ্ট কোম্পানি বা বিজ্ঞাপনদাতা আপনার লেখাটি পড়ে দেখবে এবং পছন্দ হলে তা অনুমোদন করবে। অনুমোদিত পোস্টের মূল্য পে-পালের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। কিন্তু পে-পাল বাংলাদেশ সাপোর্ট করে না। সেক্ষেত্রে প্রবাসে থাকা আপনার পরিচিত এবং বিশ্বস্ত কারও সহায়তা নিতে পারেন।

সুত্র : somewhereinblog.net

Posted in Online earning | Tagged: , , , , , | 4 Comments »

কম্পিউটার এর হার্ডডিস্ককে ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন মুক্ত রাখুন।

Posted by technewsbd চালু করুন 01/03/2011

আপনার ডেক্সটপ এবং ল্যাপটপ এর হার্ডডিস্ককে ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন থেকে রক্ষা করুন। কারন আপনার পিসি এর হার্ডডিস্ককে এই ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন যে কোন সমাই অকেজ করে দিতে পারে। আর বড় কথা হল ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন আপনার পিসির স্পীড কে কমিয়ে দেই। আপনার পিসি তার নিজের গতিকে হারিয়ে ফেলে। হইত আপনি আসানুরুপ কাজ করতে পারেন না। তাই আপনার পিসির সুস্ততার জন্য, পিসিকে ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন মুক্ত করা দরকার। তাহলে আপনি দ্রুততার সাথে আপনার কাজ করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করতেও আপনার সুবিধা হবে।

কি ভাবে আপনি পিসিকে ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন মুক্ত রাখবেন……….?

এত সাধের পিসিকে ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন থকে মুক্ত রাখতে আপনাকে কিছু টাকা খরছ করতে হতে পারে। তবে আপনি চাইলে ট্রাএল ভারসন ও ব্যবহার করতে পারেন, তবে তা মাত্র ১ মাস এর জন্য। তারপর ও এই ১ মাস অন্তত ব্যবহার করে দেখুন। ফলাফল টা জাচাই করে দেখুন। এই শুভিধাটা আমি আপনাকে দিচ্ছিনা, দিচ্ছে মাইক্রোসফট। বাবসাপ্রথিস্টান, সরকারি ও বাক্তিগত ব্যবহার এর জন্য আলাদা আলাদা সফটওয়্যার। আপনি আপনার প্রয়োজনীয়টা ব্যবহার করুন। বাক্তিগত ব্যবহার এর জন্য সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৩৯.৯৫ ডলার। প্রোফেসনাল ব্যবহার এর জন্য ৫৯.৯৫ ডলার আর প্রেমিএর এর জন্য ৯৯.৯৫ ডলার।

তবে আগে ফ্রী ট্রায়েল ব্যবহার করাই ভাল।

মাত্র ৩৮ মেগাবাইট এর এই সফটওয়্যারটি ডউনলোড করে ব্যবহার করে দেখুন উপকৃত হবেন আশা রাখি।

ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন করার আগে

 

 

 

 

 

 

 

 

ফ্র্যাগ্-মেন-টেইশ্-ন করার পরে  

 

 

 

 

 

 

 

 

সফটওয়্যারটি ডউনলোড করতে চাইলে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন

Diskeeper 2010 Home

আপনার মতামত আমাদের কাছে খুবি গুরুত্তপুরন্, তাই একটু কস্ট করে কিছু লিখে জাবেন। ভাল থাকুন সবসমাই। ধন্নবাদ……।।

রে

Posted in Tips & tricks | Tagged: , , , , | Leave a Comment »

অনলাইনে নিশ্চিত আয় করার কিছু পদ্বতি ।

Posted by oveislam চালু করুন 12/31/2010

আমদের দেশে অনলাইনে আয় করার মত মানুষ, মানে অনলাইনে আয় করার মত আগ্রহী মানুষের অভাব নেই । ঠিক তেমনি ভাবে আয় করানোর মত সাইটেরও অভাব নেই । তবে তার ভেতরে স্ক্যাম সাইট, মানে ভুয়া সাইটেরও অভাব নেই । আপনি যদি ১০০ টা সাইটের কথা বলেন, আমি বলব তার মধ্যে ১০ টা সাইটও আপনাকে ঠিক মত পেমেন্ট করবে না । হ্যা তারা আপনাকে দিয়ে ঠিক মত কাজ করাবে, উচ্চ পেমেন্টের লোভ দিয়ে । কাজ শেষে দেখবেন তাদের আর খবর নেই । হয়ত আপনার একাউন্টে লগিন হবে না । নয়ত সাইটই বন্ধ হয়ে যাবে । তা না হলে তারা আপনার অনলাইন ব্যাংক একাউন্ট ( paypal, alertpay ) টাকা পাঠিয়ে দেবে । কিন্তু আপনার একাউন্টে আর টাকা আসবে না । তাদের কি ? তারা তো টাকা পাঠিয়ে দিয়েছে ।

এভাবেই ৮০% এরও বেশি মানুষ একটা সময় হতাশ হয়ে অনলাইনে কাজের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে । কিন্তু জীবনটা কি এইরকম ? বিড়াল আপনার কাথায় ঘুমিয়েছে বলে কি বিড়ালের উপর রাগ করে কাথাই ফেলে দিবেন নাকি ?

তাহলে কি করবেন ? ওই যে বললাম, ১০০ টার মধ্যে ১০ টা সাইট তো আপনাকে ঠিক মত পেমেন্ট করবে । শুধু মাত্র আপনাকে ২ টা জিনিষের দিকে খুব ভাল করে খেয়াল দিতে হবে :

  • সঠিক সাইট খুজে বের করতে হবে । যারা আপনাকে ঠিক মত টাকা পরিশোধ করবে ।

  • আপনার লোভটাকে সামাল দিতে হবে

কথাটা বুঝতে একটু কষ্ট হল তাই না ? আচ্ছা আমি বুঝাচ্ছি ।

  • সঠিক সাইট খুজে বের করা :

সঠিক সাইট খুজে বের করা খুবই সহজ । আপনি এর জন্যে ২ টা পথ বেছে নিতে পারেন ।

প্রথমত, ধরেন আপনি বিভিন্ন সাইট ঘাটতে ঘাটতে ২ টা সাইটের ঠিকানা পেলেন । একটায় আপনাকে বলা হল আপনি ওই সাইটে প্রতিদিন একবার লগিন করলেই তারা আপনাকে ৫ ডলার করে দিবে । আর অন্য সাইটটা আপনাকে ১০-১২ টা কাজ দেখালো, যে আপনাকে সেই সাইটে সাইন আপ করতে হবে । তার পর তাদের ফেসবুক ফ্যান পেজে লাইক+পোস্ট দিতে হবে । এভাবে কিছু কাজ দিল । এবং প্রতিটা কাজের জন্যে আপনাকে .১$ বা ১০ সেন্ট করে দেওয়া হবে । অর্থাৎ ১০ টা কাজে ১ ডলার । এখন আপনার কি মনে হচ্ছে ? কোনটা আপনাকে টাকা দিবে ?? এটাই হল বিস্বস্ত সাইট খুজে বের করার প্রথম পধ্বতি ।

আর যেটা, তা হল আপনি আপনার পরিচিত কোন লোক অথবা আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন । তারা যেখান থেকে টাকা আয় করতে পেরেছে তেমন সাইটে কাজ করতে পারেন ।

  • লোভ সামাল দেওয়া ।

এটা মনে হয় উপর থেকেই বুঝতে পেরেছেন । কি বলতে চেয়েছি ।

আশা করি এভাবে যদি বুঝে অনলাইনে কাজ শুরু করেন , তাহলে ভুল করেও কখনো প্রতারনার স্বিকার হবেন না । আর তার পরের যেকোন সাহায্যের জন্য সবসময় আমাদেরকে আপনার পাশে পাবেন ।

সবাইকে ধন্যবাদ ।

( পরের পোস্টে অনলাইনে আয় করার মত একটা নিশ্চিত সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব )

সব শেষে একটা কথা, কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না । আমরা সাধারনত কমেন্ট করার সময় খুব ভাল পোস্ট,ধন্যবাদ ইত্যাদি দিয়েই শেষ করি । কিন্তু এসবের পাশাপাশি যদি আমাদের মানে আপনাদের জানা নতুন কোন তথ্য কমেন্টের মাধ্যমে সবার সাথে শেয়ার করেন । যেমন আপনার জানা কোন ভাল আয়ের সাইট, তাহলে সবার জন্যেই খুব ভাল হয় । একটা পোস্টের মাধ্যমেই অনেক অজানা কথা বেরিয়ে আসে ।

এটা অবস্যই আপনার পক্ষে সম্ভব । শুধু একবার নিজেকে পাঠকের চোখে না, লেখকের চোখে দেখুন । তাহলেই সেটা সম্ভব । আমি যদি ভুল বলে থাকি অবস্যই জানাবেন ।

Posted in Online earning | Tagged: , , , , , , , , , | 2 Comments »

চলুন না একবার হারিয়ে যাই, আগের দিনে !

Posted by oveislam চালু করুন 12/30/2010

প্রিথিবীর মধ্যে অন্যতম একটি অনুন্নত, দরিদ্র এবং উন্নয়নশীল দেশ আমাদের বাংলাদেশ । এমন একটা সময় ছিল যখন নিজেদের দিনের খাবার যোগাতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হত । তার পরও দেশের প্রতি প্রচন্ড ভালবাসা আমাদের । যা পাই তাই নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা আমাদের । এবং সমস্ত কষ্টের পরও একটু বিনদন , একটু সুখ এটা সবারই চাওয়া । আর সেই সাথে প্রযুক্তির প্রতি অক্রিত্তিম ভালবাসা আর চেষ্টারও আমাদের অভাব নেই । যদিও অন্ন্যান্য বড় বড় দেশের তুলনায় এই দিকে আমরা অনেক পিছিয়ে । তার পরও সামর্থ অনুযাই তাকে নিয়ে ছুটে চলতে আমরা কেউ পিছপা হই না । একটা কথা ভাবতে প্রচন্ড কষ্ট হয় যে , অন্য দেশের কথা নয় বাদই দিলাম । আমাদের পার্শবর্তি দেশ ভারত । তারাও কিন্তু এখন অনেক এগিয়ে আমাদের থেকে । সেখানে আমরা কেন পারিনা ?? মনে কখনও প্রশ্ন জেগেছে ? হয়ত কত্রিপক্ষের যথেষ্ঠ পদক্ষেপের অভাব ।

Read the rest of this entry »

Posted in Technology | Tagged: , , | 4 Comments »